কিভাবে আপেল apple id create করবেন ভিসা কার্ড ছাড়া।
হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে apple id create করবেন কোনরকম ভিসা কার্ড ছাড়া একদম ফ্রি। আমরা যারা আইফোন ব্যবহারকারী সাধারণত অ্যাপেল store চালাতে গেলে। আমাদেরকে একটা অ্যাপেল আইডি লাগবে। অ্যাপেল আইডি ছাড়া আপনি কোন অ্যাপ ডাউনলোড করতে পারেন। সাধারণত অ্যাপেল আইডি খুলতে গেলে ভিসা কার্ড বা মাস্টার কার্ড এর তথ্য দিতে হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কোনরকম ভিসা বা মাস্টার কার্ডের তথ্য ছাড়াই আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তাহলে আর দেরি না করে কাজটা শুরু করে দেই। আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
1.
প্রথমে আপনাকে অ্যাপেল আইডি ক্রিয়েট এ নামের অপশন ক্লিক করতে হবে। এরপর আপনাকে মেইন পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি অ্যাপেল আইডি ক্রিয়েটেড করতে পারবেন।
2.
আপনারা দুইনাম্বার ছবিটিতে যেটা দেখতে পারতেছেন তাহলে আপনাকে প্রথমে একটা আপনার ইমেইল দিতে হবে।
এরপর আপনাকে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে ।আপনি যখন একবার পাসওয়ার্ড দিবেন এর নিচে আবার দিতে হবে ভেরিফাই পাসওয়ার্ড।
দেশ হিসেবে আপনাকে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে এবং কন্ডিশনার ঘরের মার্ক দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। এরপর আপনি কন্টিনুয়ে বাটনে ক্লিক করবেন এখানে আপনার কাজ শেষ পরবর্তী ধাপ কাজ করতে হবে।
3.
এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যেমন ধরুন আমার প্রথম নাম দিয়েছিল রফিকদ্বিতীয় সরদার এরপর আমি আমার বার্থডে দিয়ে দিয়েছি। আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে আপনাদের সিকিউরিটি কোড বসন্ত হবে। ভবিষ্যতে আপনার একাউন্টে সমস্যা হলে যাতে আপনি সিকিউরিটি উত্তর দিয়ে আপনার একাউন্ট এ ঠিক করতে পারবেন।
4.
যখন আপনার এখানে সকল ধরনের তথ্য দেওয়া হবে তখন আপনি ফাঁকা ঘরের দিক দিয়ে কন্টিনুয়ে বাটনে ক্লিক করবেন এখানে আপনার কাজ শেষ আপনাকে পরবর্তী ধরে নিয়ে যাওয়া হবে।
5.
এখানে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমি স্ক্রিনশট এর মাধ্যমে দিয়ে দেখাইতাছি আপনি অবশ্যই ভালো করে লক্ষ করলাম।
এখানে কিন্তু পেমেন্ট মেথড নন করে দিতে হবে। আপনি যদি পেমেন্ট মেথড নন করে না দেন তাহলে আপনি কিন্তু এখন একাউন্ট খুলতে পারবেন না। এখানে কিন্তু কান্ট্রি হিসেবে ইন্ডিয়া অটোমেটিক সিলেট করা থাকবে আপনি পরিবর্তন ধরতে পারবেন না। আপনি যদি পরিবর্তন করে ফেললেন তাহলে এখন খুলতে পারবেন না।
এখানে আমি যে জায়গাগুলো ব্যবহার করেছি আপনি সেই জায়গার লোক গুলো দিবেন আমি পোস্ট কোড ব্যবহার করেছে আপনি তাই দিবেন। আমি ধরে নিলাম আমি আপনাকে দেয়া যা বলেছি আপনি দায়ী তা করেছেন এবং এই স্ক্রীনশটের যা দেখেছি আপনি হুবহু তাই দিয়েছেন এরপর আপনি কন্টিনুয়ে বাটনে ক্লিক করুন।
6.
এরপর আপনাকে যা করতে হবে আপনার gmail ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা কপি করে এনে আপনার অ্যাপেল আইডি কার্ড ভেরিফিকেশন দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে না হলে
7.
আপনি এখন চালাতে পারবেন না / আমি ধরে নিলাম আপনি কোড বসায় দিয়ে ভেরিফিকেশন করেছেন।
8.বাসে এখন আপনার কাজ শেষ আপনার অ্যাপেল আইডি ক্রিয়েটদ হয়ে গেছে।
এখন আপনি সম্পূর্ণরূপে ফ্রিতে একটা অ্যাপেল আইডি পেয়ে গেলেন আপনার এখন চালাতে পারেন
9.
আপনারা 9 নম্বর ছবিটা ভিডিও করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টি চালু হবে তাহলে বুঝবেন আপনার একাউন্টে হয়ে গেছে আপনারা এখন কোনো সমস্যা হবে না আমি আশা করি । আপনারা চাইলে আপনার একাউন্টিং চালানো শুরু করতে পারেন।
ক্যামটাসিয়া 9 ফুল ভার্সন করার নিয়ম